আওয়ামী লীগের নির্মমতা

যারা সাধারন মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করেছে আমরা দেশের মাটিতে আর দেখতে চাই না

২ মার্চ, ২০২৩

ঝালকাঠিতে গত ২৫ ফেব্রুয়ারিতে পদযাত্রা থেকে গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে হাতে হাতকড়া দড়ি নিয়ে পুলিশি পাহারায় মরহুম পিতার জানাজায় অংশগ্রহণ করেন। 

প্রসঙ্গত পুত্র জেল হাজতে যাওয়ার শোকে বাবা গতকাল ১ মার্চ, ২০২৩ বিকাল ৫.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন।

তবে বাবার লাশ দেখা পর্যন্তই সীমাবদ্ধ ছিলো, কবরে একমুঠো মাটিও দিতে দেয়নি পুলিশ।


MD Jakir Hossain

118 Blogg inlägg

Kommentarer

📲 Download our app for a better experience!