যুলুম থেকে চির মুক্তি পেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ.। আল্লাহ জান্নাতের সবুজ পাখি বানান।
তাঁর কণ্ঠে কুরআনের তাফসীর শোনার আগ্রহ আর রইলো না মোদের। এখানেই শেষ। একটি জীবন। একটি ইতিহাস। একটি সোনালী অধ্যায়। আলবিদা হে কিংবদন্তি মুফাসসির!
نور الله مرقده وجعل الجنة الفردوس مثواه
মাযলুম শহীদ, বিশ্বনন্দিত মুফাসসির, আল্লামা দিলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ...
"ফেরা হবেনা আর কুরআনের সিংহাসনে
দেখা হবে না আর তাফসীরের অমলিন ময়দানে"