ক্ষমতা

ক্ষমতার কত নিরপরাধ মানুষকে মেরেছে বিভক্ত দিনে আওয়ামী লীগ সরকার আজ তোমাদের ক্ষমতা কোথায়

ক্ষমতার মোহে অন্ধ হয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম একজন বিশ্ববরেণ্য আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এর জানাজা ঢাকায় হতে দেয়নি।

আজ সময় তার কাছ থেকে ঠিকই প্রতিশোধ নিয়েছে।

 

নিজ পিতার মৃত্যুতে জানাজায় অংশ নিতে তাকে কেউ বাধা দেয়নি,

কিন্তু নিজের বিবেক আর ভয় তাকে রাস্তায় নামতেই দেয়নি!

 

এই হচ্ছে দুনিয়ার বিচার,

তিনি চুপ থাকেন, ধৈর্য ধরেন, সুযোগ দেন —

কিন্তু কাউকে চিরকাল ছেড়ে দেন না।

 

অন্যায়ের শক্তি চিরস্থায়ী নয়।

আর আল্লাহর বিচার এড়ানোর কোনো পথ নেই।

 

তিনি হলেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম। ভাগ্যের কি নির্মম পরিহাস সে নিজের বাপের জানাজা পড়ার সুযোগ পায়নি!

 

 তাকে জানাজায় অংশ গ্রহনে কিন্ত কেউ বাঁধা দেয়নি। কিন্ত আসার সাহস তার হয়নি।একেই বলে তুমি যা করবে তা তোমার জন্য অপেক্ষা করবে।

 

 ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের উচিত আত্ম অহংকার থেকে বেরিয়ে আসা। আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করুক।


MD Jakir Hossain

118 博客 帖子

注释

📲 Download our app for a better experience!