মিথ্যা কথা থেকে বিরত থাকুন

কখনো ছোট বিষয়েও মিথ্যা বলা উচিত নয়।

আমাদের সমাজে বাঁচতে গেলে অনেকের সাথে চলতে হয়।অনেক মানুষ যেমন সমাজের গুরুজন,দাদা ভাই সবার সাথেই তাল মিলিয়ে চলতে হয়।

 

বিশেষ করে আমরা বন্ধুবান্ধবদের সাথে বেশি চলাফেরা করে থাকি। কিন্তু এই বন্ধুবান্ধবদের সবাই কম বেশি মিথ্যা কথা বলে থাকে। কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বলা আমাদের কারোরই উচিত নয় ।

 

অতিরিক্ত মিথ্যা কথা বলার মাধ্যমে আমাদের নিজেদের থেকে মানুষের বিশ্বাস চলে যায়‌। কোনো গুরুত্বপূর্ণ কাজে মানুষ মিথ্যাবাদীদের নিয়ে যেতে চায় না।কারন এই  অতিরিক্ত মিথ্যা বলা  আমাদের সমাজের ও পরিবারে প্রভাব পড়ে ।

 

মিথ্যা বাদী মানুষদের কেউ পছন্দ করে না।তারা সবসময় সমাজের মানুষের কাছে হাসির পাত্র হয়ে পড়ে থাকে ‌। এই একটু একটু মিথ্যা বলার ফলে একজন মানুষের কাছে এটি অভ্যাসে পরিণত হয়। পরবর্তীতে সে এই অভ্যাস কখনো ত্যাগ করতে পারে না।


Juboraj Hajong Raj

75 ব্লগ পোস্ট

মন্তব্য

📲 Download our app for a better experience!