চালাকির দাম চুকিয়ে দিলেন শিক্ষক !

একজন শিক্ষক আর একজন আইনজীবী.....

  1. একজন শিক্ষক আর একজন আইনজীবীর মধ্যে মজার এক ঘটনা ঘটেছিল। একদিন আইনজীবী সাহেব তার পুরনো কুয়োটা সেই শিক্ষক মহাশয়কে বিক্রি করে দিলেন। কাগজ-কলম ঠিকঠাক, দামও চুকিয়ে দেওয়া হলো।

কিন্তু দু'দিন পরই আইনজীবী সাহেব হুট করে ফিরে এলেন শিক্ষকের বাড়িতে। মুখে একটু চালাকি ভাব নিয়ে বললেন, "শুনুন, আমি আপনাকে শুধু কুয়োটাই বিক্রি করেছি। কুয়োর ভেতরের জল কিন্তু আমারই মালিকানায়। জল ব্যবহার করতে চাইলে আলাদা পয়সা দিতে হবে!"

 

শিক্ষক মহাশয় প্রথমে একটু থমকে গেলেন, তারপর হাসিমুখে উত্তর দিলেন, "আরে, সেটাই তো বলতে যাচ্ছিলাম! আপনার জল তো আমার কুয়োয় জমে আছে। যদি এখনই সেগুলো না তুলে নেন, তাহলে আপনাকে কুয়ো ভাড়া দিতে হবে!"

 

একেবারে উল্টো মার খেয়ে আইনজীবী সাহেবের মুখে হাসি জমে গেল। তাড়াতাড়ি বললেন, "আরে না না, আমি তো শুধু মজা করছিলাম!"

 

শিক্ষক মহাশয় এবার জিতে গিয়ে বললেন, "দেখলেন তো? আপনারা আইনজীবীরা আমাদেরই তৈরি। শিক্ষকের সাথে চালাকি চলে না!


Siam Mahamud

20 블로그 게시물

코멘트