Tension: চিন্তা

চিন্তা এমন একটা জিনিস যেটা মানুষ কে ভিতর থেকে কুড়ে কুড়ে নিঃশেষ করে দেয়

পৃথিবীতে এমন কোন মানুষ নাই যার চিন্তা বা টেনশন নাই। যে কোন বিষয় যেকোন টপিক।তবে মানুষ ভেদে বা লিঙ্গ ভেদে পৃথিবীতে শিশু, নারী চেয়ে পুরুষের  চিন্তা টেনশন বেশি।তারপরও বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক মহিলা নারী একটা সংসারের দায়িত্ব থাকে তাদের টেনশন বা দায়িত্ব থাকে। একটা পুরুষের চিন্তাধারায় তারপর পরিবারের প্রতিটা ফ্যামিলি মেম্বারের উপরে থাকে। আর পৃথিবী কেন্দ্রিক সব চাইতে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় থাকা বা অর্থ। যেটাকে বলা হয় সেকেন্ড গড অফ দা পৃথিবী।ছোটবেলায় শুনেছি অর্থ অনর্থের মূল। আসলেই কথাটা অতটা সত্য নয়। কিছু কিছু ক্ষেত্রে সত্য। তবে পৃথিবী চলে এই টাকার নেশাতে বা তার পিছনে। তবে শুধু টাকার নয় অন্যান্য বিষয়ক মানুষ আছে। তবে বর্তমান সমাজ হিসেবে আমার কাছে যেটা মনে হয়। টাকার কোন বিকল্প নেই। আর এই চিন্তা বা এই টেনশন একটা পুরুষকে কুরে কুরে বা ধীরে ধীরে শেষ করে ফেলায়।আমি মনে করি পৃথিবীতে যে মানুষের চিন্তা বা কোন টেনশন নেই সেই সুখী মানুষ। এভাবে পুরুষ মানুষ প্রতিটা মেম্বারের চিন্তা করে থাকে। যেমন তাদের  কিভাবে ভালো রাখা যায়।তাদের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করে গড়ে তোলা যায়। এই চিন্তা করতে করতে  একটা পুরুষের জীবনটা পরিসমাপ্তি ঘটে।তবে এই চিন্তা এখানে শেষ নয়।একই ভাবে সেই পরিবারে নতুন সদস্য এর উপর পড়ে


Jahirul islam Jony

1 blog posts

Reacties

📲 Download our app for a better experience!