দেউলিয়া হলো ১৫০ কোটি মার্কিন ডলারের কোম্পানি❞

দেউলিয়া হলো ১৫০ কোটি মার্কিন ডলারের কোম্পানি 'বিল্ডার এআই', যেখানে বিনিয়োগ করেছিল মাইক্রোসফটও!

দেউলিয়া হলো ১৫০ কোটি মার্কিন ডলারের কোম্পানি 'বিল্ডার এআই', যেখানে বিনিয়োগ করেছিল মাইক্রোসফটও!

 

বহুল আলোচিত কোম্পানি ছিল বিল্ডার এআই। যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি। প্রতিষ্ঠাতা শচীন দেব দুগল, যিনি একজন ভারতীয়-ব্রিটিশ।

 

এই কোম্পানির বিশেষত্ব ছিল এআই দিয়ে 'ফুল স্ট্যাক' অ্যাপ তৈরি করা, যেখানে তারা দাবী করেছিল—মানুষ অথবা কোডিং কোনোটিরই সহায়তা লাগবে না।

 

কিন্তু পর্দার আড়ালে এই কোম্পানিতে অ্যাপ তৈরির কাজ করত ৭০০ জন প্রকৌশলী। তারা সবাই ভারতীয়। সন্দেহের সূত্র ধরে একটি তদন্তে ধরা পড়ে এই প্রতারণা।

 

এআই ডেভলপিংয়ের নামে সারা পৃথিবী জুড়ে বিনিয়োগ সংগ্রহ করে আসছিল কোম্পানিটি। মাইক্রোসফট ও বিশ্ব ব্যাংকও ছিল সে তালিকায়।

 

প্রতারণার খবর পেতেই বিনিয়োগ তুলে নেয় ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। দেউলিয়া হয়ে পড়ে বিল্ডার এআই। পরবর্তীতে তারা 'রিয়ালিটি মেনে নিয়ে' আনুষ্ঠিকভাবে চলে যান লিকুইজেশনে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।


Siam Mahamud

20 블로그 게시물

코멘트