কে তুই বল

মন আমার তোর কিনারে

মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে সে তো আর মানছে নারে এবার ভালবাসতে আয়। তোরে ছাড়া সঙ্গী হব দু হাতে প্রেম করবো আমাকে চুপ্টি করে মনের কথা বলতে আয়। 

 

আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক অটল। তোর কথা উঠে আমার কপালে জোটে দারুন খুশির দল। কে তুই বল কে তুই বল। 

 

পড়তে যাওয়ার ইচ্ছে হতেই এলাম কাছে তোর, উড়তে বসে তুই তাকালে মনেরই শহর। একটু দূরেই ডাকছে জীবন যাচ্ছি চলে তাই, ভাবছি তোকে আঁকছি কত রঙিন বাহা নাই।

 

যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মরুলোকে চল ।তোর কথা উঠে আমার কপালে জোটে দারুন খুশির দল। কে তুই বল,কে তুই বল।


Juboraj Hajong Raj

42 博客 帖子

注释

📲 Download our app for a better experience!