হৃদয়ের কথা

বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা

তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো ওগো যতদিন বাচবো।হে সোনা হে সোনা তুমি জেনে রাখো তা,বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।হে হে আহা হা হা ।

 

চাদেরই আলো দিয়ে মুখখানি দেখবো,পেও নাকো লজ্জা খুব কাছে রাখবো।নানা এভাবে বলনাগো করনা কারন লাজজটুকু কেড়ে নিলে হবে যে মরন। সইতে পারবোনা হারানোর ব্যথা।বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা।

 

টিপ টিপ বৃষ্টিতে কিযে ভালো লাগছে, হৃদয়ের কথাগুলি সিস দিয়ে ডাকছে।এমন সুর তুমি দিলে যে আমায়,কেড়ে নিতে পারবেনা মরনও তোমায়।

 

শেষ করে দিয়ে আজ সব নিরবতা,বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাবো ওগো যতদিন বাচবো।হে সোনা হে সোনা তুমি জেনে রাখো তা,বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা।

 

 


Juboraj Hajong Raj

42 Blog indlæg

Kommentarer

📲 Download our app for a better experience!