বিষন্নতায়

কবিতা :আজিজুর রহমান

বিষন্নতায় ডুবে থাকে এই মন 

আপন মানুষ খুঁজে ফিরে সারাক্ষণ 

আধারের মাঝে ডুবে থেকে এই মন 

আপন মানুষ খুঁজে ফিরে সারাক্ষণ 

হঠাৎ তুমি এসে 

আমার এই মনে 

মুছে দিয়ে সব কষ্ট 

সুভাষিত করে.... 

সুখেরই স্বর্গে 

ভেসে  আমি সারাক্ষণ 

তুমি পাশে হেসে খেলে এ জীবন 

মান অভিমান ভুলে আজ এই ক্ষন 

তুমি পাশে হেসে খেলে এ জীবন 


Azizur Rahman

62 Blog indlæg

Kommentarer