আগলা সুতায় বাধা

কবিতা :আজিজুর রহমান

জীবন আগলা সুতায় বাধা 

মনের মত হয় না কিছু পাওয়া |

ঝরাফুল এই হয় মালা, 

গন্ধ ফুরালেই ফেলে দেয় 

 

জীবন কি? 

সংখ্যা নদীর ঢেউ এর মত 

ভাবনা বিহীন বয়ে চলা 

মেঘ বিহীন আকাশ লাগে না ভালো 

কালো মেঘ গিরুক আকাশ 

হোক ঝড়ের আভাস 

ঝরুক না বৃষ্টি কিছুক্ষণ 

খোলা জানালার পর্দায় 

আসুক না ঝড় জীবনে 

যদি বিশ্বাস না থাকে মনে 

সারা জীবন কাটবে কেমন করে 

ভুলে ভরা জীবন 

যাক না ফুলে ভরে 


Azizur Rahman

62 Blog Postagens

Comentários