তুরাগ নদীর তীরে

কবিতা :আজিজুর রহমান

তোমার চলে যাওয়ার পথে 

ফুলে ফুলে আছে চেয়ে 

শিউলি বকুল ঝরা বনে 

আরো একটি বার প্রিয় 

এসো না ফিরে অভিমান ভুলে 

তুরাগ নদীর তীরে 

সেই ছোট্ট কুঁড়েঘর 

কত স্মৃতি বইকেলি রথে 

বর্ষা  এলে যৌবন ফিরে 

শীত  মৌসুমে মরা নদী বলে 

কতগুলো চেনা মুখ 

অচেনার ভিড়ে 

ফিরে না আর অভিমানে 

স্বপ্ন আঁকা সেই  দিনগুলো 

কেউ রাখিনি মনে 


Azizur Rahman

62 وبلاگ نوشته ها

نظرات