তোমাকে চাই

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই

তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্দুরে জানিনা যাবো কতদুরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানিনা এখনো। ফন্দি আটে মন পালাবার।

 

বন্দি আছে কাছে সে তোমার। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই । যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই।হলো শুরু সাতদিনে এই খেলা ধুলো রাতদিনের জানি বারন করার সাধ্যি নেই আজ আমার।

 

তোমার নামের মন্দিরে আর তোমার নামের মসজিদে আমি কথা দিয়ে এসেছি বারবার। বিন্দু থেকে সিন্ধু হয়ে যাও, তুমি ইচ্ছে মথ আমাকে সাজাও।

 

যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। মনের গভীরে ঘুমের শরীরে,তোমাকে নিয়ে ডুবে যাবো। আমার কাছে কার্বনের আছে , নিজেকে আমি খুজেই নিব।যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই।


Juboraj Hajong Raj

42 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!