ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি – বড় হবো, কিছু একটা করবো। কিন্তু জীবন তার নিয়মে চলে, আর স্বপ্ন তার নিজের গতিতে দৌড়ায়। অনেক সময় বাস্তবতা এত কঠিন হয় যে স্বপ্নগুলো গলার কাছে দলা পাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু হাল ছেড়ে দিলে তো চলবে না। জীবনের প্রতিটা ধাক্কা থেকে শিক্ষা নিতে হয়। কখনো রাতের অন্ধকারে ভেঙে পড়ে যাই, আবার সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নতুন সাহসে নিজেকে গড়ে তুলি। এই আমি – স্বপ্ন দেখা এক পাগল, জীবনের লড়াইয়ে কখনো হেরে না যাওয়া একজন যোদ্ধা।
MD Maruf
60 ব্লগ পোস্ট