বাঙালি মা VS প্রযুক্তি – এক মজার গল্প

গল্পটি খুব সুন্দর পড়ে দেখবেন

এই মোবাইলটা সারাক্ষণ তোমার হাতে কেন থাকে বলতো?” – মায়ের চিরচেনা প্রশ্ন। আমি বলি, “অনলাইন ক্লাস মা!” মা বলে, “তোমার ওই ক্লাসে এত হাসাহাসি হয় কেন?” আমি নিরুত্তর। একদিন মা নিজেই TikTok খুলে আমাকে বললো, “এইটা কি তুই করছিস?” – আমি হতবাক! মা এখন WhatsApp ব্যবহার করেন, ফেসবুকে ছবি দেন, আর আমাকে বলেন, “একটা ভালো ক্যাপশন দে তো!” প্রযুক্তি বদলে দিয়েছে সবকিছু, এমনকি আমাদের মায়েদেরও! কিন্তু যতই স্মার্ট হোন না কেন, তার এক ডাকে আমরা এখনো ভয় পাই – “এই খোকা, চার্জারটা কোথায় রেখেছিস?


MD Maruf

60 Blogg inlägg

Kommentarer