যন্ত্রণা

যে যন্ত্রনা দিয়েছো তুমি আমায়।

আজ এই দুচোখ ভরে দেখেছি তোমায় আমি, আজ এই দু চোখের আড়ালে হারিয়েছি তোমায় আমি। যন্ত্রণায় তোমায় ভেবে কেঁদেছি আমি, জীবনটাকে শেষ করার আশায় গেয়ে যাই আমি। তুমি আমার হয়েও কখনো আমায় বোঝনি। 

 

ভেঙেছো পুরোটা আমায়, তবুও গড়েছি আমি তোমায়। তোমায় আমি বলে দিতে চাই আর পাবে না আমায়। কষ্ট পাব জেনেও তুমি  কাঁদিয়েছো আমায়। দিয়েছি ভালোবাসা নিয়েছি তোমার সব ব্যথা।

 

রেখেছি তোমায় এই বুকে, তাইতো আজ দিলে ব্যথা। মাঝে মাঝে তোমায় ভেবে কেঁদে যাই আমি। এত কষ্টে এত ব্যথায় খুঁজি তোমায় আমি। কখনো ভাবি নি এত ব্যথা দিবে তুমি

 

শিশু ভেঙে দিতে তা হয়েছে আজি। চলে যাওয়ার ছিলই যখন, এলেই বা কেন। স্বপ্ন ভাঙার ছিল যখন দেখালেই বা কেন।আজ আমার এ জীবনটা তুমি করে দিলে একেলা।


Juboraj Hajong Raj

42 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!