একটা সময় ছিল, যখন মনের কথা বলা হতো চিঠিতে। হাতে লেখা সেই অক্ষরগুলোর ভেতরে থাকত ভালোবাসার কাঁপুনি। এখন চ্যাটে মেসেজ আসে, "ভালোবাসি", কিন্তু সেসব কথায় সেই হৃদয়ের কম্পন থাকে না।
আজও কেউ যদি বলে, “তোমার জন্য একটা চিঠি লিখেছি”—তখন মনটা কেমন যেন কেঁপে ওঠে। প্রযুক্তি যতই এগিয়ে যাক, হাতে লেখা ভালোবাসা চিরকাল অনন্য।