হারিয়ে যাওয়া দিনগুলো”

শৈশবকালটা সবারই খুব সুন্দর ছিল

শৈশব—কত সহজ, কত নির্মল ছিল সেই দিনগুলো। বিকেলের মাঠে দৌড়, বর্ষায় ভিজে পড়া স্কুলের পথে, কিংবা মায়ের বকুনি খাওয়ার পর বাবার লুকিয়ে দেয়া মিষ্টি—সবই আজ স্মৃতির পাতায় ধুলোমাখা ছবি।

বড় হয়ে গেছি ঠিকই, কিন্তু ভেতরের সেই ছোট্ট আমিটা এখনো খেলতে চায়, হাসতে চায়। জীবন আমাদের বড় করে তোলে, কিন্তু ভেতরের শিশুটাকে ভুলে যাই আমরা।


MD Maruf

60 وبلاگ نوشته ها

نظرات

📲 Download our app for a better experience!