মায়ের আঁচল”

পৃথিবীর সব ভালোবাসাকে হার মানায় একমাত্র মায়ের ভালোবাসা

মা—এই শব্দটার মাঝে লুকিয়ে আছে একটা পুরো পৃথিবী। ছোটবেলায় যখন আমরা পড়ে যেতাম, মা ছিলো আমাদের আশ্রয়। সেই মায়ের হাতের রান্না, সেই আদরের হাতছানি—সবই এখন স্মৃতিতে বন্দী।

আজ যখন দূরে আছি, ফোনের ওপাশে “ভালো আছো তো?”—এই এক লাইনেই বোঝা যায় মা কতটা চিন্তায় থাকেন। পৃথিবীতে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে, তবে সেটা একমাত্র মায়ের।


MD Maruf

60 blog messaggi

Commenti