বন্ধু মানে জীবনের রং”

বন্ধুত্বের সম্পর্কটাই আলাদা কিছু

বন্ধুত্ব এমন একটা সম্পর্ক, যেটা রক্তের বন্ধনের থেকেও শক্তিশালী হতে পারে। বন্ধু মানেই খারাপ দিনে পাশে থাকা ছায়া, ভালো সময়ে হাসির সঙ্গী। জীবনে যদি একজন সত্যিকারের বন্ধু থাকে, তাহলে হাজারো কষ্টের মাঝেও একটু শান্তি খুঁজে পাওয়া যায়।

বন্ধু মানেই হল—তুমি ভালো না থাকলে সে নিজেও ভালো নেই। মধ্যরাতে চোখের জল মুছে ফেলার মানুষটিই আসল বন্ধু।


MD Maruf

60 ブログ 投稿

コメント