আমরা সভ্য

আজিজুর রহমান

শিরোনাম:আমরা সভ্য এই ধারণা 

 

ও পাড়ায় গণতন্ত্র লুঠ হচ্ছে সব্জির মত

সাথে স্বাধীনতা ফ্রি তুই যাবি যাবি?

গেল বারতো গিয়েছিলো ছেলে ছোকরা যত

আগে শর্ত রাখ গেলে কতো দিবি?

 

এই ধর ঘর বাড়ি ধানী জমি 

পুকুর মাছ গরু ছাগল মুরগি হাঁস;

সঙ্গে উপভোগ্যা কন্যা যদি চাস সুমি 

দুলাল বিশ্বাসের বড় মেয়েটা এখন ওরেব্বাস!

 

মুখোশে ঢেকেনে মুখটা দু'চারটে লাঠি সোটা 

গোপন করে বন্দুক কিছু বোমের ব্যাগ;

মশালগুলো জ্বালিয়ে ব্যাটা চলনা মোটা 

দেখবি চোখে শুনবি কানে গণতন্ত্রটা ত্যাগ!

 

হারুনের দলটা জামাতি কায়দায় লুটছে সব

পুলিশ ম্যানেজ ভাগ বাটোয়ারা ফিফটি হাফ; 

চল এখনিই বেরোও মিছে কেন রব

বাড়বাড়ন্ত জ্বালিয়ে পুড়িয়ে করতে হবে সাফ!

 

শকুন বাজ সারি সারি উড়ছে আকাশে 

জমাট বাঁধা কালো মেঘ জীবনের চারপাশে;

একে অপরকে ধ্বংসের নেশায় উন্মত্ত উল্লাসে 

ছিঁড়ে খাচ্ছে কেড়ে খাচ্ছে উন্মাদ রাহুগ্ৰাসে!

 

গণতন্ত্র লুঠ হচ্ছে কাড়া হচ্ছে জীবন 

জনগণ রয়েছে ঘুমায়ে চেতনা জাগবে কখন;

গণতন্ত্র লুঠ হচ্ছে চারিদিকে খুন ধর্ষণ 

আমরা সভ্য এই ধারণা রাখবে এখন

সুখে দুঃখে ভরা আমার এই মনের পাতা 

এমনই হয়তো জীবন নৌকা

 সুখ দুঃখকে মানিয়ে নেওয়া, 

দুঃখটা হয়তো এখন বেশি 

থাকবে না তো আর দিবানিশি। 

হৃদয়টাকে মিথ্যা ভাবনায় করেছি ক্ষয় 

তাই বলে কি??  

জীবন জোয়ারে বারো মাসই বসন্ত থেমে রয়।

 

              পদ্মাবতী পদ্মা✍️✍️

 


Azizur Rahman

62 Blogg inlägg

Kommentarer

📲 Download our app for a better experience!