মধুবাস

আজিজুর রহমান

কবিতা

শিরোনাম : মধুমাস

আজিজুর রহমান 

 

আমার মতো তোমাকে আর কেউ এতো ভালোবেসেছে কী আগে 

আমি যখন দেখি তোমাকে সারা মন তোমার জাগে।

 

যখন আমি ডাকি তোমাকে আমার প্ৰিয় নামে

যখন আমি তোমাকে পাঠাই চিঠি 

সেই গন্ধমাখা নীল খামে

তুমি শিউরে ওঠো ভালোলাগায়

অকাল বর্ষণ নামে দুই বিভাজিকায়।

 

ওদের মুনাফার পাহাড়, বলে ইতিহাস 

আর বেশিরভাগ থাকে নিরম্বু উপবাস।

 

আমার আলোকিত অনুরাগে

তোমার শরীর জাগে

আমার আশ্লেষ চুম্বন

আর তোমার ঠোঁটের সমর্পণ।

 

তুমিই আমার অভ্যেস আর তুমিই অবকাশ

আমার শিহরণে তোমার অনিবার্য মধুমাস।

 

বৃষ্টি আবার বাড়লো, হবে হয়তো প্রলয়

আমার শব্দ সৃজন রোধ করে সব ক্ষয়।

 

হায়রে অদৃষ্ট, প্রচুর ফলন হলেও 

সিঁধ কাটে ফড়ে আর মধ্যের 

দালাল শ্রেণী 

নীরব থাকি আমরা, যেন বিড়াল মেনি।

 

আমার তোমার সরস মধুযামিনী 

সুগন্ধে মাতোয়ারা ফুল কামিনী

আমাদের সারা বছরই মধুমাস 

আর কৃষকের ললাট লিখন লেখে সর্বনাশ।।

 

ইদানীং আরো শিক্ষিত হয়ে উঠছি আমি 

এই যেমন তোমাদের সুকৌশলে দেয়া অবহেলা বুঝতে পারি বড় অক্ষরে।

কথার সুক্ষ্ম বুননে এইযে আঘাত করো

তাও বুঝে ফেলি আধো বলাতেই।

চোখ দেখে পড়ে ফেলি অব্যক্ত ঘৃণার অক্ষর। 

যা পড়ি যা বুঝি যাই পাই আমি জমিয়ে রাখি, গুছিয়ে রাখি স্বযত্নে। 

যেন এইসব অবহেলা, আঘাত আর ঘৃণা 

ভালোবাসায় বদলি ফেরতা হিসেবে পাঠাতে পারি তোমাদের নিজ নিজ ঠিকানায়। 

যাই দাও শুধু ঠিকানাটা রেখো,

ভয় পেওনা প্রতিশোধ নিতে জানি না আমি, 

আমি তোমাদের সব আঘাত মুছে ফেলি ফিনাইলে, যেন কোথাও কোন দাগ নেই।।


Azizur Rahman

62 blog posts

Reacties