কবিতা গুচ্ছ পার্ট ১

আজিজুর রহমান

তুমি ছাড়া

   Azizur Rahman 

 

তুমি ছাড়া দিন কাটে না ভালো,

আলো আছে, তবু নেই সেই আলো।

বাতাস আসে, কিন্তু নেই সে ঘ্রাণ,

তোমার স্পর্শে যেটা হতো প্রাণ।

 

তুমি ছাড়া রাত খুব নিরব,

তারারাও যেন দিচ্ছে না জবাব।

চাঁদের হাসি লাগে আজ কেমন,

তোমার চোখের মতো নয় এখন।

 

আমি একা, তবুও ভীড়ে থাকি,

তোমার অভাবেই শূন্যতা আঁকি।

তুমি ফিরো, এই একটাই চাওয়া,

তুমি ছাড়া জীবন, শুধুই যাওয়া।

 

এগিয়ে চল

 

চল, চল, এগিয়ে চল,

ভাঙতে কপাট জালিমের।

নিঃশ্বাস নাও বুক ভরে আজ,

হবেই বিজয় ইসলামের।

 

শাসক যদি শোষণ করে,

জায়গা নেই তার ইসলামে।

বিদ্রোহী হও শোষণকারীর,

ঈমানি ঝাণ্ডা হাতে তে।

 

ভয় করো না এগিয়ে যেতে,

খোদার মদদ আসবে রে।

নিপাত ঘটাও অবিশ্বাসীর,

সমুন্নত করো শিরকে।

 

জাগতে হবে বীর হয়ে আজ,

হৃদয়ে নিয়ে ঈমানি সাজ।

কাফের তখ্তে তুফান উঠাও,

শান্তি ফিরিয়ে আনতে।

 

মন্থন কর, দুর্বার তুমি,

তুমি যে মুমিন, ধর্মপ্রেমী।

হেদায়েতি ঝাণ্ডা দাও উড়িয়ে,

বিশ্বের প্রতিটি প্রান্তে।

স্বাধীনতা দিও একটি ঘাসফুলকে

একটি কোমল শিশুকে,

স্বাধীনতা দিও সহ্যশীল বৃক্ষতরুকে

একটি উড়ন্ত পাখিকে।

স্বাধীনতা দিও ঝরে পড়া পাতাকে,

নরম সিগ্ধ মাটিকে,

স্বাধীনতা দিও মুক্তি-চিন্তক কবিকে

তার লেখা কবিতাকে।

স্বাধীনতা দিও রবির মসৃণ কিরণকে

রাতের জ্যোস্নাকে,

স্বাধীনতা দিও বাংলার প্রিয় নারীকে

কিশোরীর ভাবনাকে।

স্বাধীনতা দিও পুরুষের চেতনাকে, 

সত্যে-নিষ্ঠা,উপদেশকে,

স্বাধীনতা দিও আপনার হৃদয় কে

মনের চন্চলতাকে। 

স্বাধীনতা দিও ফসলের মাঠ কে

বহে চলা নদীকে,

স্বাধীনতা দিও সকল জাতি-ধর্মকে

উচু-নিচু যত কর্মকে।

স্বাধীনতা দিও মেঘ বৃষ্টি রোদ কে

বাংলার ছয় ঋতুকে।


Azizur Rahman

62 Blog postovi

Komentari

📲 Download our app for a better experience!