কবিতা গুচ্ছ

আজিজুর রহমান

জ্ঞানের আলো

জেবিন আক্তার

 

বই পড়ো মন খুলে,

জানো জীবন নানা রঙে ঝুলে।

প্রতি পাতায় জড়িয়ে আছে স্বপ্নের চাবি,

আলোকিত করো মন, হও সত্যের দাবি।

 

মন গড়ে ওঠে জ্ঞানের ছোঁয়ায়,

ভিত গাঁথো ভালোবাসা আর আশায়।

আত্মা পায় খোরাক, হয় আলোতে ভরা,

পৃথিবীটা লাগে তখন অনেক আপন সারা।

 

চিন্তা করো মুক্ত, ভাবনার ডানা মেলো,

সাজাও পৃথিবী ভালোবাসার আলোয় খেলো।

বইয়ের পাতায় খুঁজে পাও জীবনদর্শন,

নিজেকে জানো, খুঁজে পাও পথনির্দেশন।

 

সখিনা স্মারক

 

ঘোর অমানিশা আর বিষন্ন আকাশ

সহসা বিরাজ তব দেবী মনোভাব,

মা মাটি প্রীতির টানে হয়নি অভাব,

বারুদ লাশের স্রোতে বিজয় বাতাস।

 

বিদ্রহী জননী তুমি, অসিতে খালাস

করেছিলে কুপকাত নারীর স্বভাব,

হে নারী! তোমার হাতে দিয়েছ জবাব,

লহুতে রঙ্গিন করে শিমুল পলাশ।

 

তুমি মাতা আমি মাতা আমাদের এই

বঙ্গমাতা ছলে। তুমি রবে মহাকাল

জুড়ে আলো ঝলমল নিকলীর জলে।

 

এ জন্মভমি শ্রদ্ধাভরে তোমার সেই-

নিরভয়া অবদানে ভাস্বর চিরকাল;

বীর তুমি বীরাঙ্গনা যপে শতদলে।

 

ছদ্মবেশী চেহারার ভদ্রবেশী রুপ 

মাঝে মাঝে আমায় করে নিশ্চুপ,

হতবাক হয়ে হাঁসি অমনি উন্মুখ-

নির্বাক আদতে অন্তরে জ্বলা ধুপ

সবাক চাহনিতে বিদ্রোহী এ ব

 

দরোজা জানালা বিহীন অবরুদ্ধ 

অন্ধ কুঠির বন্ধ ঘরে কেমন আছো? 

জানতে কেবল ইচ্ছে করে 

অশ্রু ভেজা নয়ন জলে

 এসেছি আজ জন্মদিনে।

 

 

ডাকে দিবস রজনী আলো ও আধার

গরিতে সুখী সু-বিশাল সংসার।

বুঝে পাখি তৃণলতা বুঝেনা মানব

জল ঢেউ পাতার বিলাপ।

এসো নির্মূল করি যতো অভিশাপ

বিতারিতে বিষমাখা বিষাদর সাপ।


Azizur Rahman

62 Blog Postagens

Comentários

📲 Download our app for a better experience!