গল্পগুচ্ছ ৫

গল্পগুচ্ছ
আজিজুর রহমান
এইতো বেশ ভালো আছি

এই তো বেশ ভাল আছি

 

ওঝার পাড়া গাজীপুর

 

অনেক পুরানো স্মৃতি শুধু তোমার জন্যই 

ফিরে আসে হৃদয় মাঝে।

ব্যাথা গুলো জমাট বাঁধে শূন্য কোন পথে।

নীড় হারা পাখি যেমন খুজে ফিরে

হারিয়ে যাওয়া পুরাতন মুখ ও প্রিয়জন।

 

একটা ঝড় ভেঙ্গে নিয়ে যায় 

জীবনের আস্তিত্বের ছায়া।

তেমনই বিশ্বাস ভেঙ্গে গেলে থাকে শুধু

অভিনয় আর দীর্ঘ নিঃশ্বাসের জ্বালা।

এই আগুনে পুড়া দেহ ছতর ডেকে চলি। 

 

ভাল না থাকিলো ও মিথ্যা করে বলি

এই তো বেশ ভাল আছি । 

পিছনে ফিরিবার কোন পথ নেই যেনে ও

আঁকুতি কেন এই হৃদয়ে ?

কত বসন্ত আসে বসন্ত যায় 

ফুল ফুটে ঝরে ও যায়

বার বার তাই এই জীবনের রং বদলায়।

 

প্রিয়জন

 

ওঝার পাড়া গাজীপুর

 

তবে কেউ মনে রাখে না

যে পথে পথে হেটেছি অনেক বার।

ভুলে গেছে সবে, শুধু দেখা হলে

হাসির ছলে বলে কতদিন দেখিনা তোরে।

ভিতরে ভিতরে কত জনকে, বন্ধু বলে জানি

অনেকেই আবার আত্মীয় হয়ছে বটে।

অনেকের মাঝে খুজে ফিরি তারে

প্রিয়জন বলে কাছে ডেকে নিবো যারে।

যে পথে হেটে হেটে বহুবার এসেছি

সেই পথ, সেই মাঠের চক ! 

আজও এমনই আছে, নেই শুধু

কিছু প্রিয় মানুষে পদচারণা।

আর সেই' ই প্রিয়জনের ভাল বাসা।

 

অলস নদী

আজিজুর রহমান 

মোল্লা মার্কেট,গাজীপুর

 

অলস নদী বহে না নিরবধি

সাগরের টান না থাকে প্রাণে

বেঁচে থেকে ও মরে জগতের পরে। 

  1. যৌবনে খেয়ালে নদী ভাঙ্গলো কূল

বর্ষা ফুরিয়ে গেলে ভাঙ্গে তার ভুল। 

কত পাহাড় গিরি পথ পেরিয়ে নদী 

মোহনায় মিলে ভাঙ্গে তার সব ভুল।

ফিরে আসবে না আর ফেলে আসা

পথের স্মৃতি মাখা মায়া ভরা কত কথা।

---------------------------

       তুরাগ নদী


Azizur Rahman

62 ব্লগ পোস্ট

মন্তব্য