বাংলা নাটকের জাদু: হাসি, কান্না আর জীবনের ছোঁয়া

আরেকটু ব্লক দিয়ে দিলাম আপনাদের মাঝে,, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন

বাংলা নাটক মানেই এক অন্যরকম ভালো লাগা, এক টুকরো আবেগ, একচিমটি বাস্তব আর অনেকখানি বিনোদন। একসময় সন্ধ্যা নামলেই টিভি স্ক্রিনে বসে পড়তাম পরিবার নিয়ে নাটক দেখতে—হোক সেটা হুমায়ূন আহমেদের লেখা "অয়োময়" কিংবা “কোথাও কেউ নেই”, সবখানে ছিল জীবনের গল্প, সম্পর্কের টানাপোড়েন আর একরাশ ভালোবাসা।

 

এই নাটকগুলো আমাদের শিখিয়েছে—জীবন শুধু সুখের গল্প না, কষ্ট, ত্যাগ, ভুল বোঝাবুঝি সবই আছে। আজকাল যদিও নাটকগুলোর গঠন, গল্প বলার ধরন ও প্রোডাকশন অনেক আধুনিক হয়েছে, তবে সেই পুরনো দিনের নাটকের মতো আবেগ এখনো আমাদের হৃদয়ে স্থান করে নেয়। “তাকদীর”, “কারাগার”, কিংবা “মহানগর”-এর মতো ওয়েব নাটকগুলো প্রমাণ করে বাংলা বিনোদন দুনিয়া কতটা উন্নত হয়েছে।

 

নাটকের মাধ্যমে আমরা যেমন হাসতে শিখেছি, তেমনি কান্নাও শিখেছি। কখনও মিসির আলী আমাদের কৌতূহলী করেছে, কখনও বাকের ভাইয়ের মৃত্যুতে চোখের পানি ফেলেছি। বাংলা নাটক শুধু একটা স্ক্রিপ্ট না, এটা আমাদের আবেগের একটা বড় জায়গা, যেটা আমরা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখছি।


MD Maruf

60 بلاگ پوسٹس

تبصرے

📲 Download our app for a better experience!