“আল্লাহ যখন তোমার পাশে থাকেন, হারানোর কিছুই থাকে না”

আল্লাহ আমাদের সাথে থাকলে আর কিছুই দরকার নেই

জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। স্বপ্ন ভেঙে যায়, মানুষ বদলে যায়, কাছেরজন দূরে সরে যায়। তখন মনে হয়, “আমার তো আর কেউ নেই।” অথচ আমরা ভুলে যাই, একজন সবসময় আছেন—যিনি কখনো বদলান না, ভুল করেন না, আর ছেড়ে যান না। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন।

 

আল্লাহ্‌ বলেন—

“তোমরা আমাকে স্মরণ কর, আমি তোমাদের স্মরণ করব।” (সূরা বাকারাহ, ২:১৫২)

 

এই আয়াতটাই বলে দেয়, আমরা একা নই। যখন রাতের নিঃশব্দে তুমি চোখের পানি ফেলো, কেউ না জানলেও আল্লাহ জানেন। তিনি তোমার কষ্ট দেখেন, তোমার হৃদয়ের আহাজারি শোনেন। আর সেই জন্যই, একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তার সিজদাহ। কারণ এই সিজদাহতে সে তার মন খুলে কাঁদতে পারে, সব কথা বলার জন্য কাউকে খুঁজতে হয় না।

 

জীবনের যেকোনো সংকটে যখন তুমি “ইয়া আল্লাহ” বলে ডাকো, তখনই সাহায্য আসে কোনো না কোনোভাবে। দুনিয়ার সবাই ছেড়ে দিলেও আল্লাহ কখনো ছেড়ে দেন না। তাই দুঃখে কাঁদো, কিন্তু হতাশ হয়ো না। কারণ, “আল্লাহ তোমার সবচেয়ে কাছের সাথী।”


MD Maruf

60 بلاگ پوسٹس

تبصرے

📲 Download our app for a better experience!