তাওবা: ফিরে আসার সবচেয়ে সুন্দর পথ

আল্লাহ সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক,, আমিন

মানুষ ভুল করে—এটা তার স্বভাব। কিন্তু মহান আল্লাহর রহমত এতই অবারিত যে, একজন মানুষ যতবারই ভুল করুক, সে যদি সত্যি মন থেকে তাওবা করে—আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো, এটি কাউকে হতাশ হতে শেখায় না। বরং শেখায়—"তুমি যত দূরে গিয়েছো, ফিরে এসো; আল্লাহ এখনো তোমার অপেক্ষায়।"

 

আল্লাহ বলেনঃ

"হে আমার বান্দারা! যারা নিজেদের উপর যুলুম করেছো (পাপ করে), তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিঃসন্দেহে আল্লাহ সব পাপ ক্ষমা করেন।"

(সূরা যুমার, ৩৯:৫৩)

 

এই আয়াতটি এমন এক আশার আলো, যা সবচেয়ে অন্ধকার রাতেও পথ দেখায়। আমরা অনেক সময় নিজেদের গোনাহের কারণে নিজেকেই ঘৃণা করতে শুরু করি। ভাবি, "আমাকে আল্লাহ ক্ষমা করবেন না। আমি তো অনেক দূরে চলে গেছি।" কিন্তু না জান, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। তিনি বলেন, “তুমি এক কদম এলে, আমি দশ কদম আসি।”

 

তাওবা মানে শুধু চোখের পানি ফেলা নয়। তাওবা মানে ভুল স্বীকার করে, আল্লাহর দিকে ফিরে যাওয়া, আর সেই ভুল আর না করার প্রতিশ্রুতি। আমাদের হৃদয়টা যেন এক বাগান, পাপের কাঁটা যতই থাকুক—তাওবার পানি ঢাললে তা ফুলে ভরে ওঠে।

 

তাই আর দেরি না করে, আসো জান, আমরা সবাই ফিরে যাই সেই করুণাময়ের দিকে। আল্লাহ তোমাকে ডাকছেন—তুমি সাড়া দাও ❤️


MD Maruf

60 ブログ 投稿

コメント

📲 Download our app for a better experience!