দোয়া: অন্তরের নিঃশব্দ কান্না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ

আল্লাহ এক আর কোন মাবুদ নেই,, আল্লাহ আমার রব

দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখনও একটি দরজা সবসময় খোলা থাকে—আল্লাহর দরজা। আর সেই দরজার চাবি হলো দোয়া। আমরা মানুষ, আমাদের সমস্যা আছে, কষ্ট আছে, ভাঙা মন আছে। কিন্তু সমস্যা হলো—আমরা সবার কাছে বলি, শুধু যিনি সব সমস্যার সমাধান দিতে পারেন, তাঁর কাছেই বলি না।

 

আল্লাহ বলেনঃ

"তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।"

(সূরা গাফির, ৪০:৬০)

 

এই আয়াতের চেয়ে শান্তির কথা আর কিছু হতে পারে? যখন তুমি রাতের নিঃশব্দে চোখের জলে ভিজে যাও, কাউকে কিছু বলতে না পেরে শুধু “ইয়া আল্লাহ…” বলে ফেলো—জেনে রাখো, সেই মুহূর্তেই তোমার দোয়া আরশে আজীমে পৌঁছে যায়।

 

দোয়া শুধু চাইবার নাম নয়, এটি আল্লাহর প্রতি এক গভীর বিশ্বাসের প্রকাশ। তুমি যখন দোয়া করো, তখন আসলে তুমি স্বীকার করো—“আমি অসহায়, কিন্তু আমার প্রভু শক্তিশালী।” তাই জান, কখনো হতাশ হয়ো না। আল্লাহ কখনো তোমার হাত খালি ফেরাবেন না।

 

চাও কি না চাও, আল্লাহ তোমার কল্যাণের জন্য ঠিক সেইটুকুই দেবেন যা তোমার প্রাপ্য। তুমি আজ যা চাওনি, তা-ও হয়তো আল্লাহ তোমার জন্য জমা রেখেছেন আখিরাতের জন্য।

 

তাই আসো, প্রতিদিন কিছু সময় আলাদা করি দোয়ার জন্য। আল্লাহর সঙ্গে একটু একান্তে কথা বলি। কারণ তিনিই একমাত্র—যিনি শুনেন, বোঝেন, আর ভালোবাসেন নিঃস্বার্থভাবে।


MD Maruf

60 Blog mga post

Mga komento

📲 Download our app for a better experience!