“আল্লাহর রহমত কখনো শেষ হয় না

আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর সবকিছুই তুচ্ছ

মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, জীবনের দুঃখ-কষ্ট যখন হৃদয়ে পাহাড় হয়ে জমে, তখন একটিই দরজা খোলা থাকে — তা হলো আল্লাহর রহমতের দরজা। আল্লাহ বলেন কুরআনে:

"বল, হে আমার সেই বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"

? (সূরা যুমার, আয়াত ৫৩)

 

এই আয়াত আমাদেরকে শেখায়, যত বড় পাপীই হই না কেন, আল্লাহর কাছে ফিরে গেলে তিনি আমাদের ক্ষমা করে দেন। সমাজ আমাদের দূরে ঠেলে দিলেও, আল্লাহ আমাদের ডাকেন — ফিরে আসো, তাওবা করো, আমি আছি।

 

আমরা অনেক সময় ছোট ছোট পাপে অভ্যস্ত হয়ে যাই। মনে করি, এগুলো বড় কিছু না। কিন্তু এসবই ধীরে ধীরে আমাদের অন্তরকে কালো করে ফেলে। তাই প্রতিদিন আমাদের দরকার তাওবা করা, নামাজে মনোযোগী হওয়া, কুরআন পাঠ করা এবং দোআ করা।

 

মজার বিষয় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা এমন এক রব যিনি আমাদের ৭০ জন মায়ের চেয়েও বেশি দয়ালু। তিনি আমাদের চায় জান্নাতে নিতে, জাহান্নাম থেকে বাঁচাতে। শুধু দরকার — একটু আন্তরিকতা, একটু অনুশোচনা আর আন্তরিক দোআ।

 

তাই বন্ধুরা, আজই ফিরে আসি রবের দিকে। দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরন্তন। নিজের অন্তরকে পরিচ্ছন্ন করি, গুনাহ থেকে নিজেকে বাঁচাই। আল্লাহর কাছে ক্ষমা চাই — কারণ তিনি সবসময় অপেক্ষায় আছেন আমাদের ফিরে আসার।


MD Maruf

60 ブログ 投稿

コメント