হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) – "আল্লাহর তরবারি" কিন্তু মৃত্যু হলো বিছানায়!

হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) – "আল্লাহর তরবারি" কিন্তু মৃত্যু হলো বিছানায়!

হযরত খালিদ (রাঃ)-এর নাম শুনলেই শত্রুরা ভয় পেত। তিনি ইসলামের ইতিহাসে সবচেয়ে সফল সেনাপতি, যার নামে রাসূল (সাঃ) বলেছিলেন, “তুমি আল্লাহর তরবারি” (سيف الله)। উহুদ যুদ্ধে তিনি ছিলেন কাফেরদের পক্ষে। কিন্তু পরে ইসলাম গ্রহণ করে ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করেন।

 

মুতা, ইয়ামামা, ইয়ামন, সিরিয়া, ইরাক — যেখানেই যুদ্ধে গেছেন, বিজয় তার হাতেই এসেছে। তার জীবনে একটিও যুদ্ধ হারেননি।

 

তিনি একবার বলেছিলেন,

“আমি যুদ্ধ করেছি শত শতবার। আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার, বর্শা বা তীরের আঘাত নেই। অথচ আজ আমি মরছি বিছানায়! কাপুরুষেরা যেন কখনো বিছানায় না মরে!”

 

তার এই কথা আজও মুসলিমদের হৃদয়ে সাহস জাগায়।


MD Maruf

60 블로그 게시물

코멘트