তালগাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে।

আকাশ ছুতে চায়,তার গায়ে নেই ডালপালা

 

তালগাছটা এক পায়ে দাঁড়ায়,
আকাশ ছুঁতে চায়, হাওয়া খায়।
মাঠের মাঝে মাথা উঁচু,
রোদ-বৃষ্টি তাও দেয় পিছু!

শীত গ্রীষ্মে একরকম,
ছায়া দেয় সে বিশালকম।
তার গায়ে নেই ডালপালা,
তবু যেন এক রাজাবাবা!

তালের জলে ঠান্ডা শরবত,
খেলে যেন মন হয় মধুরত।
তালের পিঠা, তালের বড়া,
মায়ের হাতে যেন স্বর্গঢরা।

তালগাছ তুমি গর্ব ভূমির,
স্মৃতি হয়ে থাকবে চিরদিনির।
প্রকৃতির এক আশীর্বাদ তুমি,
তোমায় নিয়ে গাই সুধা-ছুমি।


Shakil Hossain

24 Blog Postagens

Comentários