চাঁদনী রাতে
চাঁদনী রাতে জোছনা ফুটে,
হাজার তারার ফুল,
বুকের ভিতর ছন্দ জাগে,
প্রাণে লাগে দোল।
আকাশটা ভাই বিরাট অনেক—
লাগেনি তার খুঁটি?
এমন আলো কে ছড়ালো?
আঁধার গেল টুটি!
ঝোপের কাছে ঝিঁঝিঁ পোকা
গান ধরেছে ঐ,
বাঁশবনেতে জোনাক গুলো
নাচছে তা-তা-থৈ।
দিঘির পাড়ে রক্তজবা
ডাকে, “তোরা আয়,”
শান্ত জলে কাব্য হবে
নতুন কবিতায়।
গাছ-গাছালির, পাখ-পাখালির
বুকে পুলক জাগে,
আঁধার ছিঁড়ে জোছনা হাসে
গভীর অনুরাগে।
জলের তলায় আরেক আকাশ—
আকাশ মস্ত বড়,
তারারা সব কেমন করে
সেথায় হলো জড়ো?
উদাম হাওয়া মাতিয়ে তোলে
দিঘির কালো জল,
শান্ত ঢেউয়ে জোছনা বেঁকে
করছে ঝলমল।
জামরুলের ঐ পাতার ভাঁজে
টুনটুনিটার বাসা,
আকাশমাঝে জোছনা দেখে
বুকে বাঁধে আশা।
দোয়েল পাখি শিস দিয়ে তার
কণ্ঠে তোলে গান,
ফুল-পাখিরা একসাথে সব
করছে কলতান।
চাঁদনী রাতে
চাঁদনী রাতে জোছনা ফুটে,
হাজার তারার ফুল,
বুকের ভিতর ছন্দ জাগে,
প্রাণে লাগে দোল।
আকাশটা ভাই বিরাট অনেক—
লাগেনি তার খুঁটি?
এমন আলো কে ছড়ালো?
আঁধার গেল টুটি!
ঝোপের কাছে ঝিঁঝিঁ পোকা
গান ধরেছে ঐ,
বাঁশবনেতে জোনাক গুলো
নাচছে তা-তা-থৈ।
দিঘির পাড়ে রক্তজবা
ডাকে, “তোরা আয়,”
শান্ত জলে কাব্য হবে
নতুন কবিতায়।
গাছ-গাছালির, পাখ-পাখালির
বুকে পুলক জাগে,
আঁধার ছিঁড়ে জোছনা হাসে
গভীর অনুরাগে।
জলের তলায় আরেক আকাশ—
আকাশ মস্ত বড়,
তারারা সব কেমন করে
সেথায় হলো জড়ো?
উদাম হাওয়া মাতিয়ে তোলে
দিঘির কালো জল,
শান্ত ঢেউয়ে জোছনা বেঁকে
করছে ঝলমল।
জামরুলের ঐ পাতার ভাঁজে
টুনটুনিটার বাসা,
আকাশমাঝে জোছনা দেখে
বুকে বাঁধে আশা।
দোয়েল পাখি শিস দিয়ে তার
কণ্ঠে তোলে গান,
ফুল-পাখিরা একসাথে সব
করছে কলতান।