কারো কারো জন্য

কারো কারো জন্য
আজিজুর রহমান
কামারজুরি

কারো কারো জন্য এমন লাগে কেন

 -----আজিজুর রহমান 

 

জানি না কেন হঠাৎ কোনও কারণ নেই, 

কিছু নেই, কারও কারও জন্য খুব

অন্যরকম লাগে

অন্য রকম লাগে,

কোনও কারণ নেই,

 তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে,

কারুকে খুব দেখতে ইচ্ছে হয়, 

পেতে ইচ্ছে হয়, 

কারুর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে

বসতে ইচ্ছে হয়,

সারাজীবন ধরে সারাজীবনের গল্প করতে ইচ্ছে হয়,

ইচ্ছে হওয়ার কোনও কারণ নেই,

 তারপরও ইচ্ছে হয়।

 

ইচ্ছের কোনও লাগাম থাকে না।

 ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত

জ্বালাতে থাকে। প্রতিদিন।

ইচ্ছেগুলো পুরণ হয় না, 

তারপরও ইচ্ছেগুলো বেশরমের মত পড়ে থাকে,

আশায় আশায় থাকে।

কষ্ট হতে থাকে, 

কষ্ট হওয়ার কোনও কারণ নেই, 

তারপরও হতে থাকে,

সময়গুলো নষ্ট হতে থাকে।

 

কারও কারও জন্য জানি না জীবনের শেষ বয়সে এসেও সেই কিশোরীর মত

কেন অনুভব করি।

কিশোরী বয়সেও যেমন লুকিয়ে রাখতে হত ইচ্ছেগুলো, 

এখনও হয়।

কি জানি সে, যার জন্য অন্যরকমটি লাগে, যদি

ইচ্ছেগুলো দেখে হাসে!

সেই ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে, 

সেই ভয়ে আড়াল করে রাখি কষ্ট।

হেঁটে যাই, যেন কিছুই হয়নি,

 যেন আর সবার মত সুখী মানুষ আমিও, হেঁটে যাই।

যাই, কত কোথাও যাই,

 কিন্তু তার কাছেই কেবল যাই না,

 যার জন্য লাগে।

 

কারও কারও জন্য এমন অদ্ভুত অসময়ে বুক ছিঁড়ে যেতে থাকে কেন!

জীবনের কত কাজ বাকি, কত তাড়া!

তারপরও সব কিছু সরিয়ে রেখে তাকে ভাবি, তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে

টুকরো করবে জেনেও তাকে ভাবি। তাকে ভেবে কোনও লাভ নেই জেনেও ভাবি।

তাকে কোনওদিন পাবো না জেনেও তাকে পেতে চাই।


Azizur Rahman

62 Blog bài viết

Bình luận

📲 Download our app for a better experience!