সন্তানেরা জ্বর-সর্দিতে আক্রান্ত, আশ্রয়কেন্দ্রে দিশাহারা ফারজানা

সন্তানদের নিয়ে আশ্রয়কেন্দ্রে উঠেছেন ফারজানা আক্তার। আজ সকালে ফেনীর ফাজিলপুর জামেয়া ইবনে আব্বাস মাদ্রাসায়জ?

ফারজানা আক্তারের বাড়ি মুহুরী নদীর সঙ্গে লাগোয়া পুর্বালী গ্রামে। ২১ আগস্ট দুপুরের পরপরই তাঁর ঘর ডুবে যায়। তিন সন্তানকে নিয়ে স্থানীয় মাদ্রাসায় আশ্রয় নেন তিনি। পরের তিন দিন সন্তানদের মুখে কোনো খাবার তুলে দিতে পারেননি।

 

পানিতে ভিজে ১৩ মাস বয়সী ছেলে মোহাম্মদ আপ্পানের দুদিন ধরে জ্বর। সাড়ে চার বছরের মেয়ে সাদিয়া আক্তারের সর্দি। আশ্রয়কেন্দ্রের চারপাশে বুকসমান পানি হওয়ায় বেরই হতে পারছেন না। চিকিৎসকের পরামর্শও পাচ্ছেন না।গতকাল সোমবার দুপুরে কথা হচ্ছিল ফারজানা আক্তারের সঙ্গে। জ্বরের চোটে আপ্পান কাহিল। তাকে বুকে জড়িয়ে আশ্রয়কেন্দ্রের একটি কক্ষের এক কোণে বসে ছিলেন তিনি। তাঁর চোখে–মুখে দুশ্চিন্তা আর ক্লান্তির ছাপ। অনেকটাই দিশাহারা অবস্থা। কোথায় থাকবেন, পানি কবে নামবে—সেসব নিয়ে মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে।

 

কথা বলতে চাইলে প্রথম আলোকে বলেন, আশ্রয়কেন্দ্রে যাঁরা উঠেছেন, সবাই বিপর্যস্ত। তাঁর দুই ছেলে–মেয়ে অসুস্থ। রাতে ঘুমানোর জায়গা নেই। সন্তানেরা চিড়া, মুড়ি খেতে পারছে না। জামাকাপড়ও নেই।

 

ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের পূর্বালী গ্রামটি মুহুরী নদীর পানিতে একেবারে তলিয়ে গেছে। গ্রামের কোনো কোনো জায়গায় ১০ থেকে ১২ মিটার পর্যন্ত পানি উঠেছিল। গ্রামের এক প্রান্তে ফারজানাদের বসতঘর। পুরোনো ভাঙাচোরা টিনশেড ঘরটির দুটি কক্ষ বন্যায় ভেঙে পড়েছে।


Shorub Dey

24 Blog Mesajları

Yorumlar

📲 Download our app for a better experience!