বন্যার কথা বলতে গিয়ে চোখ ভিজে উঠল ফেনীর বিবি সখিনার

বিবি সখিনাছবি: প্রথম আলো

তিন কক্ষের ছোট টিনশেড ঘর। ফুটো চাল। কাঠের জানালা ভেঙে পড়েছে। ঘরের ভেতরে হাঁটুপানি। ফ্রিজ, লেপ-তোশক, জামাকাপড় ও আসবাব পড়ে আছে পানিতে। ভাসছে থালাবাসন। এর মধ্যে বিবি সখিনা তাঁর দুই ছেলেকে নিয়ে সোফাগুলো ঘর থেকে বের করে আনার চেষ্টা করছিলেন।বিবি সখিনার বাড়ি ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়নের পুর্বালী গ্রামে। গতকাল সোমবার দুপুর ১২টায় যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন ঘরের উঠানে বুকসমান পানি ছিল। পঞ্চাশোর্ধ্ব এই মা তাঁর দুই ছেলের সঙ্গে ঘরের জিনিসপত্রগুলো বের করে আনার চেষ্টা করছিলেন। বন্যার প্রভাব সম্পর্কে বিবি সখিনা বলেন, ২১ আগস্ট সকালে ঝুম বৃষ্টি হয়। তখন বিভিন্ন এলাকায় পানি ওঠার খবর তাঁরা পেয়েছিলেন। পরে দুপুরের দিকে উঠানে গোড়ালি পরিমাণ পানি জমে যায়। বেলা একটার পর হঠাৎ ঢলের মতো করে পানি আসতে থাকে। ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে তাঁদের ঘরের ভেতর হাঁটুপানি জমে যায়।বিবি সখিনা বন্যার কথা বলার সময় মুষড়ে পড়েন। চোখ ভিজে ওঠে তাঁর। তিনি বলেন, ‘মাটিতে মিশে গেলাম। কোনো জিনিস বাঁচাতে পারিনি। কিস্তিতে ফ্রিজ ও টিভি কিনেছিলাম। সব শেষ।


Shorub Dey

24 블로그 게시물

코멘트