মালিতে ড্রোন হামলায় ১১ শিশুসহ ২১ বেসামরিক নিহত

মালিতে ড্রোন হামলায় ১১ শিশুসহ অন্তত ২১ জন বেসামরিক নিহত হয়েছেন। রোববার ( ২৫ আগস্ট) মালির উত্তরে টিনজাউতেনে শ

 

language-logo-en

EN

সম্পূর্ণ নিউজ সময়

আন্তর্জাতিক

১৮ টা ১৮ মিনিট, ২৬ আগস্ট ২০২৪

মালিতে ড্রোন হামলায় ১১ শিশুসহ ২১ বেসামরিক নিহত

মালিতে ড্রোন হামলায় ১১ শিশুসহ অন্তত ২১ জন বেসামরিক নিহত হয়েছেন। রোববার ( ২৫ আগস্ট) মালির উত্তরে টিনজাউতেনে শহরে ওই হামলা চালানো হয়। সেনাবাহিনী এবং তার রুশ মিত্ররা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে। স্থানীয় সূত্র এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

মালির সামরিক সরকারের নেতা, লেফটেন্যান্ট কর্নেল আসিমি গোইতা বামাকোতে একটি স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন। সময়: ২২ সেপ্টেম্বর,২০২২ ছবি: সংগৃহীত

মালির সামরিক সরকারের নেতা, লেফটেন্যান্ট কর্নেল আসিমি গোইতা বামাকোতে একটি স্বাধীনতা দিবসের সামরিক কুচকাওয়াজে যোগ দিচ্ছেন। সময়: ২২ সেপ্টেম্বর,২০২২ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

 

১ মিনিটে পড়ুন

 

সোমবার ( ২৬ আগস্ট) উত্তর মালিতে স্বাধীনতার জন্য লড়াইরত তুয়ারেগ-সংখ্যাগরিষ্ঠ জোটের একজন মুখপাত্র জানান, একটি ফার্মেসিতে জড়ো হওয়া মানুষের ওপর ড্রোন হামলাটি চালানো হয়। এতে অনেকেই আহত হয়েছে বলে জানান তিনি।

 

 

এই হামলার জন্য মালির সামরিক বাহিনী এবং রাশিয়ার ভাড়াটে গ্রুপ ওয়াগনার বাহিনীকে দোষারোপ করছে তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা। 

 

আরও পড়ুন:বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় দুই শতাধিক নিহত

 

মালির সেনাবাহিনী জাতীয় টেলিভিশনে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ত্রাসীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

 

তুয়ারেগ-নেতৃত্বাধীন গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নতাবাদীরা মালির অসংখ্য সেনাবাহিনী এবং রাশিয়ান ওয়াগনার গ্রুপের ভাড়াটেদের হত্যা করার দাবির পর বিমান হামলার ঘটনা বেড়েছে মালিতে।

 

 

এর আগে বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছিল জুলাইয়ের হামলায় কমপক্ষে ৪৭ জন সৈন্য এবং ৮৪ ওয়াগনার ভাড়াটেকে হত্যা করা হয়েছে। তবে সেনাবাহিনী মৃতের সংখ্যা নিশ্চিত করেনি।

 

হামলার পর, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মালি এবং তার সেনাবাহিনীর জন্য মস্কোর দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। ২০২০ সালে একটি সামরিক অভ্যুত্থানের পর থেকে মালির সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে।

 

আরও পড়ুন:এমপক্সের ভ্যাক্সিন পাচ্ছে আফ্রিকা

 

বিচ্ছিন্নতাবাদীদের পাশাপাশি, মালি কয়েক বছর ধরে আল-কায়েদা-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও লড়াই করছে। 


Shorub Dey

24 Blog posts

Comments

📲 Download our app for a better experience!