GST-তে বড় বদলের সিদ্ধান্ত, কী কী পণ্যে দাম কমতে পারে? কোন পণ্যে বসবে ৪০% কর? জানুন

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্বাধীনতা দিবসের দিন দীপাবলির উপহার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্

তার সঙ্গে বেশ কিছু সামগ্রীর ক্ষেত্রে স্পেশাল রেটে জিএসটি বসবে। সাধারণ মানুষের উপর করের বোঝা কমানোর জন্য 'নেক্সট জেনারেশন' জিএসটি আনার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।

 

রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে তৈরি একটি প্যানেলের কাছে কেন্দ্র জিএসটির নতুন ফ্রেমওয়ার্কের প্রস্তাব রেখেছে। সূত্রের খবর, সেখানে ২টি ভাগ থাকবে, একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি মেরিট। এছাড়াও, বেশ কিছু সামগ্রীর উপর স্পেশাল রেট বসানো হবে। পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ এর সাথে ১০ শতাংশ সুদ পাবেন ? কি জানাল কোর্ট ? জেনে নিন এখন কী রয়েছে? এখন জিএসটি-তে ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশের চারটি স্ল্যাব রয়েছে।

 

বেশ কিছু সামগ্রীতে জিএসটি নেই। এছাড়াও বেশ কিছু সামগ্রীর (পানমশলা, গাড়ি প্রভৃতি) উপর কনসেনসেশন সেস বসে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সেস চলবে। এর অধীনে যে যে সামগ্রী রয়েছে, সেগুলির উপর শুল্কের বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে জিএসটি কাউন্সিলকে। জিএসটি-তে কী কী পরিবর্তন হতে পারে? পিটিআই

 

প্রতিবেদন অনুযায়ী, জিএসটি-এর খোলনলচে পাল্টে যেতে পারে। ২টি স্ল্যাব তৈরি হতে পারে, যেখানে সবচেয়ে বেশি দ্রব্য থাকবে কেন্দ্র যে প্রস্তাব দিয়েছে, তাতে এখন ২৮% স্ল্যাবে যে যে পণ্য রয়েছে। তার অন্তত ৯০% পণ্য ১৮%-স্ল্যাবের অধীনে চলে আসবে। এখন ১২% জিএসটি স্ল্যাবে যে যে পণ্য রয়েছে, সেগুলির অন্তত ৯৯% পণ্য ৫% স্ল্যাবে চলে আসবে নতুন স্ট্রাকচারে ৫% এবং ১৮%- এই ২টি মূল স্ল্যাব থাকবে। এছাড়া বিশেষ কিছু পণ্যের উপর (বিশেষ করে তামাকজাত দ্রব্য এবং বিলাসবহুল পণ্য) ৪০% জিএসটি কার্যকর হতে পারে।

 

জিএসটি নিয়ে জটিলতা কমাতে এই পদক্ষেপ কেন্দ্রের। নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং বাদবাকি গুরুত্বপূর্ণ জিনিসে কর কমাতে এমন পদক্ষেপ করার ভাবনা চলছে বলে বিশেষজ্ঞদের মত। স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপর জিএসটি কমানোর দাবি বহুদিনের। জিএসটি-র স্ল্যাব নতুন করে কার্যকর হলে, সেই করের হার কি কমবে? রয়েছে এই প্রশ্নও।


OMOR BISHWAS

59 Blog indlæg

Kommentarer