বাড়ি

নিজের বাড়িতে থাকার শান্তি আর কোথাও নেই

আধুনিক সভ্য মানুষ বাড়িতে বাস করে ‌। পাহাড়ের গুহায় বাস করার সময় সেই কবেই চলে গেছে ।মানুষের সামর্থ্য অনুযায়ী ইট দিয়ে দালান কোঠা, টিনের কিংবা খড়ের বা বাড়ি বানায় । সেই যেমনি হোক নিজের একটা মাথা গোঁজার ঠাঁই হলেই অনেক কিছু ।

 

যারা পড়াশুনা বা কর্মক্ষেত্রের জন্য বাড়ির বাইরে থাকেন তাদের দেখা যায় একটু সময় পেলে বাড়িতে আসেন। কথায় আছে,"নাড়ির টান।" চিরচেনা সেই বাড়ি, নিজের একটা আলাদা রুম, বালিশ,কাঁথা, আসবাবপত্র সবকিছুর প্রতি একটা আলাদা টান আছে।আরো যদি সেটা গ্রাম হয় তাহলে তো কথাই নেই। প্রকৃতির টানে মন ছুটে যায় ।

 

 

ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম রজনীকান্ত সেনের।লাইনটা ছিল এমন→

"পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,

নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

লাইনটা দ্বারা এটাই বোঝাচ্ছে নিজের বাড়িতে থাকার মধ্যে যে শান্তি আছে তা অন্য মানুষের অট্টালিকাতেও খুঁজে পাওয়া যাবে না ।


Hoimonti Shukla

137 ব্লগ পোস্ট

মন্তব্য

📲 Download our app for a better experience!