গোপনে ইসলামের দাওয়াত

গোপনে ইসলামের দাওয়াত

৫. গোপনে ইসলাম প্রচার

প্রশ্ন-১২২. শুরুতে ইসলামের প্রচার কীভাবে চলতে লাগল?

 

উত্তর: মক্কার কাফিররা যেন প্রথমেই ইসলামের প্রতি ক্রুদ্ধ না হয়, সেজন্য শুরুতে ইসলামের প্রচার গোপনেই চলছিল।

 

প্রশ্ন-১২৩. ঐ সময় কয় ওয়াক্ত সালাত আদায় করা হতো?

 

উত্তর: প্রাথমিক অবস্থায় দুই রাক'আত করে সকাল ও সন্ধ্যায় সালাত আদায় করা হতো?

 

প্রশ্ন-১২৪. রাসূল- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সালাত শিক্ষা দিলেন কে?

 

উত্তর: জিবরাঈল রাসূলকে অযু ও সালাত শিখালেন।

 

প্রশ্ন-১২৫. ইসলামের সূচনালগ্নে সর্বমোট কতজন লোক ইসলাম গ্রহণ করেন?

 

উত্তর: প্রায় চল্লিশ জন লোক প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেন।

 

প্রশ্ন-১২৬. গোপনে ইসলাম প্রচার কত বছর চলেছিল?

 

উত্তর: তিন বছর গোপনে ইসলাম প্রচার চলেছিল।

 

প্রশ্ন-১২৭. গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলমানরা কোথায় মিলিত

 

হতো?

 

উত্তর: মুসলমানরা "দারুল আরকাম" নামক স্থানে গিয়ে মিলিত হতো। সেখানে তারা রাসূল- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহীর শিক্ষা গ্রহণ করতেন।

 

প্রশ্ন-১২৮. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দাওয়াতী কাজ করতেন?

 

উত্তর: তিনি অত্যন্ত পরিশ্রমের সাথে প্রাণপণে ইসলাম প্রচার করতেন এবং ইসলামী মতাদর্শে মানুষের ভ্রান্ত ধারণাসমূহ দূর করার চেষ্টা করতেন।

 

প্রশ্ন-১২৯. ঐ সময় ঘোষিত ঈমানের মৌলিক বিষয়গুলো কী কী?

 

উত্তর: সেগুলো হলো-

 

১. আল্লাহর একত্ববাদ ও মুহাম্মদ- সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহর নবী বলে সাক্ষ্য প্রদান করা।

 

২. আল্লাহর নবীদের প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবের প্রতি, তাকদীরের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা।

 

৩. সৎ কাজ করা এবং চুরি ও ব্যভিচারের মতো অসৎ কাজ থেকে নিজেকে দূরে রাখা।

 

প্রশ্ন-১৩০. যারা প্রাথমিক অবস্থায় ইসলাম গ্রহণ করেছিল তারা কী সমাজের সকল স্তরের প্রতিনিধি স্থানীয় ছিলেন?

 

উত্তর: হ্যাঁ, তারা সমাজের সকল স্তরের প্রতিনিধি স্থানীয় ছিলেন, তাদের কেউ ছিলেন ক্ষমতাবান আবার কেউ ছিলেন দুর্বল, অন্যদিকে কেউ ছিলেন ধনী, আবার কেউ ছিলেন গরিব ও অসহায়, কেউ ছিলেন ব্যবসায়ী, আবার কেউ কেউ ছিলেন দাস-দাসী।

***^^^***^^^***^^^

 


Abdur Rahim

21 Blog postovi

Komentari