এক জীবন

তোমায় নিয়ে পাড়ি দিয়ে যেতে চায় সুখেরই দেশে হারিয়ে

এই জীবন এত সুখের হলো..আমার পাশে তুমি আছো তাই।এক জীবনে এর চেয়ে বেশী..আমার যে আর চাওয়ার কিছু নাই।তোমার আমার ভালবাসা শেষ হওয়ার নয়..শুধু তোমায় কাছে চায় যে এ হৃদয়।

 

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে..যেতে চাই সুখেরই দেশে হারিয়ে।ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে..যেতে চাই সুখেরই দেশে হারিয়ে

 

দিন গেল মাস গেল গেল বহু বছর..তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর।দিন গেল মাস গেল গেল বহু বছর।তবু যেন শেষ হয় না ভালোবাসার প্রহর..তুমি আমার ঘরে আসো পূর্ণিমা হয়ে..এই জীবন সাজিয়েছো তুমি পূর্ণতা দিয়ে

 

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে..যেতে চাই সুখেরই দেশে হারিয়ে।ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে..যেতে চাই সুখেরই দেশে হারিয়ে।

 

তুমি আমি ভালোবেসে থাকবো জীবনভর..মরণ যেন আমাদের করে নাকো পর।তুমি আমি ভালোবেসে থাকব জীবনভর।মরণ যেন আমাদের করে নাকো পর।তোমায় নিয়ে সারাজীবন কাটাতে চাই..তুমি ছাড়া আমার আর আপন কেহ নাই।

 

ওগো তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে..যেতে চাই সুখেরই দেশে হারিয়ে।ওগো  তোমায় নিয়ে আমি পাড়ি দিয়ে..যেতে চাই সুখেরই দেশে হারিয়ে।


Juboraj Hajong Raj

42 Блог сообщений

Комментарии

📲 Download our app for a better experience!