অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ বাজে।

অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ বাজে।

অধীর অম্বরে গুরু গরজন মৃদঙ বাজে,

রুমু রুমু ঝুম মঞ্জীর মালা চরণে আজ উতলা যে,

এলোচুলে দুলে দুলে বন পথে চল আলি

মরা গাঙে বালুচরে কাঁদে যথা বন মরালী,

উগারি গাগরি ঝারি

দে লো দে করুণা ডারি,

ঘুঙট উতারি বারি,

ছিটা লো গুমোট সাঁঝে,

তালীবন হানে তালি, ময়ূরী ইশারা হানে,

আসন পেতেছে ধরা মাঠে মাঠে চারা ধানে,

মুকুলে ঝরিয়া পড়ি আকুতি জানায় যূথী,

ডাকিছে বিরস শাখে তাপিতা চন্দনা তুতি,

কাজল আঁখি রসিলি

চাহে খুলি ঝিলিমিলি,

চল লো চল সহেলি,

নিয়ে মেঘ নটরাজে,


Sudhanond Hajong

4 Blog posting

Komentar

📲 Download our app for a better experience!