সুন্দরী কমলা নাচে

বুকের মাঝে তোর নাম লিখেছি

বুকের মাঝে তোর নাম লিখেছি..বারংবার হাজারবার..বারংবার হাজারবার..বুকের মাঝে তোর নাম লিখেছি..আমি বুকের মাঝে তোর নাম লিখেছি..রেখেছি বাসন্তী খামে পইরা নয়তো বাজে

 

ভালো কইরা বাজাও রে দোতারা..সুন্দরী কমলা নাচে..হে ভালো কইরা বাজাও রে দোতারা..সুন্দরী কমলা নাচে..রাতের ও আধারে তুমি আইসা চুপি সারে..হাত ছয়াইয়া ভাইঙ্গা দিলা ঘুম..আ হা মরি মরি.এখন আমি কি যে করি..মনের মাঝে ছড়াইয়া পারফিউম

 

বুকের মাঝে তোর নাম লিখেছি..বুকের মাঝে তোর নাম লিখেছি..আমি বুকের মাঝে তোর নাম লিখেছি..রেখেছি বাসন্তী খামে পইরা নয়তো বাজে..ভালো কইরা বাজাও রে দোতারা..সুন্দরী কমলা নাচে..

 

আমার ট্যাক্সির মিটার চলে..প্যাসেঞ্জারের হইলো বদনাম. পিরিতির জ্বরে মনের ট্রাফিক পুলিশ ধরে..পুরন হইল আমার মনস্কাম..তোমার প্রেমের ছলে..আমার ট্যাক্সির মিটার চলে..প্যাসেঞ্জারের হইলো বদনাম

 

পিরিতির জ্বরে মনের ট্রাফিক পুলিশ ধরে..পুরন হইল আমার মনস্কাম..বুকের মাঝে তোর নাম লিখেছি..বুকের মাঝে তোর নাম লিখেছি..আমি বুকের মাঝে তোর নাম লিখেছি..রেখেছি বাসন্তী খামে পইরা নয়তো বাজে..

 

ভালো কইরা বাজাও রে দোতারা..সুন্দরী কমলা নাচে. হে ভালো কইরা বাজাও রে দোতারা..সুন্দরী কমলা নাচে


Juboraj Hajong Raj

42 博客 帖子

注释

📲 Download our app for a better experience!