ভালবাসা

আমাকে ভালবাসতে দাও

আমি বিশ্বাস করতাম আমরা সুন্দর কিছুরই কিনারায় পুড়ছি | সুন্দর কিছু একটা, এক স্বপ্ন বিক্রি করে, ধোঁয়া আর আয়না রাখে আমাদের অপেক্ষায় রাখে এক জাদুর আশায় | জাদুর জন্য,বলো,

 

যাও অন্ধকারতম দিনগুলি দিয়ে, স্বর্গ যখন হৃদস্পন্দন দূরে, কখনো ছাড়ব না, আমায় ছেড়ো না তুমিও, ওহ, এটা একটা অসাধারণ যাত্রা... ছুরির ধার বেয়ে যেতে হবে, কখনো ছাড়বো না, আমায় ছাড় না তুমিও | তুমি কখনো হাল ছেড়ে দেবে না, আমিও হাল ছেড়ে দেব না, আমাকে ভালবাসতে দাও |

 

ঘুমিয়ে পড়ো না আমাদের গাড়ি করে অনেক মাইল পথ সামনে যেতে হবে সামনে অনেকটা পথ যা আমাদের প্রয়োজন | একটা উগ্র চেতনা, জানার জন্য যথেষ্ট ঠিক আছি | জানো আমার যথেষ্ট ভালো আছি |

 

কখনো তোমায় ছাড়বোনা, কখনো হতাশ করবো না, জান কখনো তোমায় ছাড়বো না জান, হ্যাঁ জান কখনো তোমাকে ছেড়ে যেতে দেবো না |


Shanto Hajong

27 Blog mga post

Mga komento