মুল্যহীন

কারো কাছে মূল্যহীন ওয়ার্ড থেকে একা থাকাই ভালো

হ্যালো, হ্যালো ! তুমি কি আমাকে শুনতে পাও যেহেতু আমি তোমার নাম ধরে চিৎকার করেছি? হ্যালো, হ্যালো ! তোমার কি আমাকে প্রয়োজন আমি মিলিয়ে যাওয়ার পূর্বে ? এটাই কি ওই জায়গা যেটাকে আমি বাসা বলি?

 

আমি কি হয়েছি তা জানতে অজানা পথ ধরে হেঁটেআমরা থাকি, আমরা ভালোবাসি, আমরা মিথ্যে বলি, অন্ধকার গভীরে, আমার আলোর প্রয়োজন নেই আমার ভেতরে প্রেতাত্মা আছে এটা আমার অন্যদিকে থাকে আমরা থাকি, আমরা ভালোবাসি, আমরা মিথ্যে বলি,

 

আমার মাথা তোমার কন্ঠ গুনগুন করে আমি তোমাকে বিশ্বাস করি কিভাবে ভুলবো? এটাই কি ওই জায়গা যেটাকে আমি বাসা বলি? আমি কি হয়েছি তা জানতে অজানা পথ ধরে


Shanto Hajong

27 مدونة المشاركات

التعليقات