লোভে পাপ পাপে মৃত্যু

জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত

লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষকে অন্ধ করে। মানুষের বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়।লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে।

 

মানুষ নিজের ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে তাকে লোভ বলে। তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার তার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। 

 

লোভের মোহে সে সত্য-মিথ্যা, ভালো-মন্দ সব বিসর্জন দেয়। সে পাপের পথে ধাবিত হয়। নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে। ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম।

 

জীবনকে সুন্দর ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। লোভ নামক জঘন্য প্রবৃত্তির কারণেই মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হয়।

 

যা তাকে ধ্বংসের শেষ সীমায় উপনীত করে। জীবনকে সুন্দর, অর্থবহ, কল্যাণময়ী ও সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করাই শ্রেয়।


Juboraj Hajong Raj

75 Blog indlæg

Kommentarer