এক বছর আগে তার শরীরে বাসা বাঁধে ক্যানসার। যুক্তরাষ্ট্রেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের বেডে শুয়েও দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। ২৭ জুলাই কোটা বিরোধী আন্দোলনের সময় হাসপাতালের বিছানায় শোয়া ছবির পাশে মেট্রো স্টেশনে দুস্কৃতিকারীদের দেওয়া আগুনে পোড়ার ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এমন দৃশ্য বেঁচে থেকে দেখে যাবো, তা স্বপ্নেও কখনও ভাবিনি। হে মহান আল্লাহ্ আপনি আমাদের প্রাণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করেন আমিন।’
Md Ashaduzzaman
67 בלוג פוסטים