নিউজ বাংলা

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাঁ প্রদানকারী এবং আওয়ামী লীগের এজেন্ডা ব?

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাঁ প্রদানকারী এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এই মহিলার নিয়োগ কি বাতিল হয়েছে? নাহলে দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

৪ আগষ্ট সকল স্কুলের প্রধান শিক্ষকদের সাথে সভা করে এই আওয়ামী দালাল। 
সেখানে সে বলে “দেশটা বিএনপি, জামায়াত, শিবির মিলে অরাজগতা তৈরি করে দিচ্ছে ।”এবং দেয়াল লেখার কাজেও সে বাধা প্রদান করে।

শিক্ষকদেরকে ডেকে নিয়ে ধমকায় এই মহিলা।

দ্রুত একে চাকরী থেকে বহিস্কার করে আইনের আওতায় এনে বিচার করা হোক।


Rubel Khan

44 블로그 게시물

코멘트