ইনডোর গার্ডেনিং

কাঠকয়লা... যেকোনো এক্সপেরিয়েন্সড বাগানির বাড়িতেই দেখবেন এই জিনিসটা পাবেন।এর মত বহুমুখি প্রতিভা খুব কম জিন

১. বীজ থেকে চারা গাছ করার সময় মাটিতে এই জিনিস মিশিয়ে দিলে চারা গাছের কোমর ভেঙে নুয়ে পড়া বন্ধ হয়ে যাবে। এটা অ্যান্টি ফাংগাল।

 

২. এটা মাটিতে মেশালে মাটিতে বায়ু চলাচল বাড়ায় , মাটির উর্বরতা বৃদ্ধি করে । এটা আদ্রতা ধরে রাখে , নিউত্রিয়েন্ট ধরে রাখে। মাটিতে ফাঙ্গাস হতে দেয় না।

 

৩. খুব ভালো মালচিং মেটেরিয়াল এটা।

 

৪. অর্কিড এর পটে দিয়ে রাখলে দেখবেন রুট খুব সুন্দর বাড়ছে। অর্কিড এর জন্য খুব খুব দরকারী একটা জিনিস এটা।

 

       ইনডোর গার্ডেনিং এর জন্য বলতে গেলে অপরিহার্য এটা। মিডিয়ার ১০% এটা রাখুন। আর টবের একদম ওপরে ১ ইঞ্চি দিয়ে রাখুন। দেখবেন দুর্দান্ত গাছ হচ্ছে , পোকা মাকড় , ফাঙ্গাস এক ধাক্কায় অনেকটা কমে গেছে। গাছে আগের তুলনায় অনেক কম জল দিতে হচ্ছে। মাটি থেকে দূর্গন্ধ আসছে না ( কাঠকয়লা দূর্গন্ধ শুষে নেয় ) । 

 

    পদ্ম , শালুক গাছের গামলাতেও দিয়ে দেখেছি খুব ভালো রেজাল্ট দেয়।

Cp


Bonolota

106 Blog Mesajları

Yorumlar

📲 Download our app for a better experience!