হারাম রিলেশনশিপ!?

কোরআনে বলা হয়েছে' লা তাকরাবুস জিনা
"তোমারা জিনার ধরে কাছেও যেও নাহ্ "

হারাম রিলেশনের শাস্তি খুব'ই ভয়ানক, হারাম রিলেশনে জড়িত নারী ও পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় বিশাল বড় একটা আগুনের কড়াইয়ে পুড়ানো হবে। কিছুক্ষণ পরপর সেই আগুনের মাত্রা বাড়িয়ে দেওয়া হবে। আগুনে প্রচন্ড উত্তাপে তারা সেই ভয়াল গর্ত ছিটকে বের হয়ে আসতে চাইবে। কিন্তু কঠোর স্বভাবের আযাবের ফেরেশতারা তাদেরকে পালিয়ে যেতে দেবেনা, তাদেরকে পুনরায় আগুনের গর্তের মাঝখানে ফেরত পাঠানো হবে।

-

হারাম রিলেশনে জড়িত নারীর লজ্জাস্থান থেকে নির্গত পূজ ও পঁচা রক্তের দুর্গন্ধে সারা জাহান্নামবাসীদের জীবন অতিষ্ট হয়ে যাবে। সেটা জাহান্নামবাসীদের জন্য অতিরিক্ত একটা শাস্তি হবে।

[সহীহ বুখারী:৭০৪৭]

-

কোরআনে বলা হয়েছে' লা তাকরাবুস জিনা "তোমরা জিনার ধারে কাছেও যেও নাহ্" 

আর সেই আমরা দিন-রাত হারামে থেকে সেই জিনা কারীকে নামাজে বসে জীবন সঙ্গী হিসেবে চাই'।

-

হ্যাঁ,এটা ঠিক দোয়া'র মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে,তাই বলে হারামে থেকে

-

কী ভয়ংকর শাস্তি তারপর ও কিছু মানুষের হৃদয়ে ভয় আসে না। আফসোস তাদের জন্য,আল্লাহ্ আমাদের হেফাজত করুক, আমিন'।?✨


Bonolota

106 مدونة المشاركات

التعليقات

📲 Download our app for a better experience!